... বিস্তারিত
শারদাঞ্জলি শিক্ষার্থী ফোরাম চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
অমরেশ দত্ত জয়ঃ শারদাঞ্জলি শিক্ষার্থী ফোরাম চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ হাজীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

২৪শে অক্টোবর শনিবার শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী উপলক্ষে এ পরিদর্শন করা হয়।
জানা যায়, এদিনে শারদাঞ্জলি শিক্ষার্থী ফোরাম চাঁদপুর জেলার নেতৃবৃন্দগণ হাজিগঞ্জ উপজেলার হাজিগঞ্জ ত্রিশুল সংঘ, নব দূর্গা সংঘ, ত্রিনয়না সংঘ, রাম কৃষ্ণ মন্দির, বলাখাল সার্বজনিন দূর্গা মন্দির, হাজিগঞ্জ সার্বজনিন দূর্গা মন্দির(জমিদার বাড়ি)পুজা মন্ডপ পরিদর্শন করে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা শারদাঞ্জলী ফোরামের সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ। তিনি জানান, স্বাত্তিক ও শাস্ত্র সম্মত দূর্গা পূজা হচ্ছে কিনা সেটাই আমাদের সারথিগণ ঘুরে ঘুরে দেখছেন। এর সাথে করোনা কালিন সময় হওয়ায় পূজা মন্ডপ পর্যবেক্ষণকালে প্রতিটি পূজা মন্ডপে আগত ভক্তদের মাঝে মাস্ক ও হেন্ড স্যানিটাইজার দেওয়া হয়।
এ সময় স্বাত্তিক পূজার লিফলেট বিতরন করা হয়েছে।
