... বিস্তারিত
শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা আল-আমিন আহমেদ
প্রান কৃষ্ণ দাসঃ ‘ধর্ম যার যার উৎসব সবার‘ এই স্লোগানকে ধারণ করে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক আল-আমিন আহমেদ।
২৪শে অক্টোবর শনিবার ‘হিলশা নিউজ‘-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সবার উদ্দেশ্যে এ শুভেচ্ছা জানিয়েছেন।
অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই ছাত্রলীগ নেতা আল-আমিন আহমেদ জানান, আমরা জানি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কঠোর প্রচেষ্টায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যেজন্য বাংলাদেশে বসবাসকারী প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে সমান অধিকার। তাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হওয়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, বাংলার জনগণ বিশ্বাস করে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই আমরা মানুষ। আমাদের মাঝে নেই কোন ভেদাভেদ। সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জঙ্গীবাদ মৌলবাদীদের বাংলার মাটিতে কোন ঠাঁই নেই। আমরা মিলেমিশে ছিলাম, আছি এবং থাকবো এটাই প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা।
