রিয়ন দেঃ চাঁদপুর সদরের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ঘষামাজা করে সাজাচ্ছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু। তিনি ইউপি চেয়ারম্যানের পাশাপাশি চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এবং এর আগে জেলা আওয়ামীলীগের সদস্য পদে ছিলেন।
জানা যায়, ৫.১৩ বর্গমাইল আয়তনের শাহ মাহমুদপুর ইউনিয়নে প্রায় ২৪ হাজার ৮শ’ ৫৬জন লোকের বসবাস। যেখানে ১৭টি গ্রাম নিয়ে গঠিত ৯টি ওয়ার্ডে মৌজারসংখ্যা ১৭টি। আর এসবকে আগলে রাখতেই নৌকা প্রতীকে এই ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থীতা করে জয়ী হয়েছেন মোঃ মাসুদুর রহমান নান্টু।
শাহমাহমুদ ইউনিয়ন পরিষদের সচিব এম. এ. কুদ্দুছ রোকন বলেন, যোগ্য লোক মোঃ মাসুদুর রহমান নান্টু ভাই। তাই ত তিনি চলতি ২০২২ সালের ৪ঠা জানুয়ারী এখানে ইউপি চেয়ারে বসেই প্রথমেই আসবাবপত্র মেরামত শুরু করেন। তিনি পরিষদের কম্পিউটার, টেলিফোন মেরামত করিয়েছেন যাতে সেবাপ্রার্থীগণ দ্রুত অনলাইন সেবা পেতে পারেন। বিএনপি নিয়ন্ত্রিত এই পরিষদে আওয়ামীলীগের হয়ে চেয়ারম্যান হয়ে মোঃ মাসুদুর রহমান নান্টু ভাই প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকের সম্মাণ রেখেছেন। আমি এই পরিষদের কল্যাণে তার পাশে আছি।
তথ্য অনুসন্ধানে দেখা যায়, সড়কপথই শাহমাহমদপুরের একমাত্র পরিবহন যোগাযোগ মাধ্যম। এখানে ২টি হাটবাজার, ২টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই ইউনিয়নের মোট শিক্ষার হার ৬১.৫১%। সেবাপ্রার্থীদের জন্য ১.৭৮ একর পরিষদের নিজস্ব ভূমিকে কেন্দ্র করে ২০১১ সালের ১৫ এপ্রিল ১টি আধুনিক পরিষদ কমপ্লেক্স ভবন করা হয়। যা পেয়ে অত্যান্ত আনন্দিত বৃহত্তম জনপদ ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নবাসী।
এদিকে নির্বাচনে জয়লাভের পর শপথগ্রহণের পর দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকমাসের ব্যবধানেই ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু ৪০ দিনের কর্মসূচীর আওতায় ৩টি ওয়ার্ডে ৩টি রাস্তা নির্মাণ করেছেন। তিনি বলেন, মানুষের সেবা করার যে মহৎ সুযোগ আমি পেয়েছি। তা এই ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীকে সাথে নিয়ে ইউনিয়নবাসীর কাঙ্খিত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সে সুযোগ কাজে লাগাবো। আমি আমার ওপর অর্পিত জনগণের দায়িত্ব সুন্দরভাবে পালনে সকলের সহযোগিতা, দোয়া ও পরামর্শ প্রত্যাশা করছি।