স্বপন কর্মকার মিঠুনঃ সরকারি খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে। ৫ নভেম্বর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলামের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ২.৮৩ একর সরকারি রাস্তা ও খাল উদ্ধার করা হয়।
চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে সরকারি খালের উপরে অবৈধ স্থাপনা নির্মাণ করে কিছু দখলদার ব্যবসা পরিচালনা করে আসছে। সরকারি খালের উপর পাকা ভবন নির্মান করায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে কৃত্রিম বন্যা দেখা দেয় এবং কৃষকরা কৃষি মৌসুমে কৃষি কাজে পানি সেচ দিতে সমস্যা পোহাতে হচ্ছে, খাল খনন ও পরিষ্কারে বাধাগ্রস্থ হয়। বার বার সরকারি খালের উপর হতে স্থাপনা মালিক পক্ষদের স্থাপনা সারিয়ে নিতে সরকারিভাবে নিদর্শে দেওয়া হলেও তাঁরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি ভূমিতে বহাল থাকে। সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপে উদ্ধার হলো খাল।
উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।
উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো, উঘারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।