স্টাফ রিপোর্টারঃ শাহরাস্তিতে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে দু’ জন। ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও উপস্থিত জনতা ওই দুই চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
গত মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত ৩ টায় পৌরসভার ৮ নং ওয়ার্ড টিডিএ ডিষ্ট্রিবিউশনে এ ঘটনা ঘটে।
আটককৃত দুই চোরের পরিচয় জানাযায় তারা পৌরসভার ৮ নং ওয়ার্ড নিজমেহার মহল্লার শাহ্ আলম তালুকদারের ছেলে এমরান হোসেন(১৯), হারুনের ছেলে রাজু(১৮)।
জানাযায়, টিডিএ ডিষ্ট্রিবিউশনে ওই দুই চোর আরো দুইবার চুরির ঘটনা ঘটিয়েছে। এই নিয়ে তৃতীয় বার। মালিক পক্ষ পুর্বের ঘটনা কাউকে না জানিয়ে পাহরা দিতে থাকে, গত মঙ্গলবার প্রতি বারের মতো রাত আনুমানিক ৩ টায় দুই চোর দোকানের চালের টিন খুলে ভিতরে প্রবেশ করে। চোরের উপস্থিতির টের পেয়ে মালিক মোঃ তাজুল ইসলাম সুমন ৯৯৯ কল দেয় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও লোকজনদের ডেকে ঘটনাস্থলে আনে। এরই মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মালিক সুমন দোকানের তালা খুলে ভিতরে থাকা চোর এমরান হোসেন ও রাজুকে পুলিশে সোর্পদ করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তারা মটর সাইকেল, বাইসাইকেল, লোকজনের বাসা বাড়িতে মোবাইল, স্কুলের পাখা চুরিসহ এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা।