শাহরাস্তি সংবাদদাতাঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে আহুত সকল অংশীজন উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন ভুঁইয়াকে আহবায়ক এবং অভিভাবক সদস্য রেদোয়ান হোসেন সেন্টুকে সদস্য-সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
শনিবার ( ৪ মার্চ) শতবর্ষে উদযাপন অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাগণের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।