শাহরাস্তি সংবাদদাতাঃ চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অজ্ঞাত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি ২৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের আতাকরা গ্রামে ঘটে।
জানা যায়, ওই গ্রামের উত্তর পাড়া হাজি বাড়ির আমির হোসেনের স্ত্রী আলেয়া বেগম সাড়ে ৩ বছর যাবৎ নিজ পুকুরে মাছের চাষ করে আসছেন। ঘটনার দিন রাতে ওই পুকুরে বিষ প্রয়োগের কারনে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার মাছ মারা যায়।
এবিষয়ে আলেয়া বেগম জানান, আমি খুবই অসহায় একজন গৃহবধূ। আমার স্বামী ঢাকায় একটি চা-পানের দোকানী। অতি কষ্টে সন্তানদের নিয়ে দিনাতিপাত করছি। ৩ লক্ষ টাকা ধারদেনা করে নিজের প্রায় ৫০ শতক পুকুরে সাড়ে ৩ বছর যাবৎ মাছের চাষ করছি।আমার চাষ করা পুকুরে আধা কেজি থেকে দেড় কেজি ওজনের এবং নানান প্রজাতের প্রায় ৫ হাজার মাছ ছিলো। যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকার বেশি। আমি বিষ ঢেলে দিতে কাউকে দেখিনি। তবে পাশের বাড়ির মুজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেন এঘটনাটি ঘটিয়েছে বলে আমার ধারনা।