স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভূমি সপ্তাহ পালিত হয়েছে। ভূমি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মান্নানের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা চৌধুরী, ভূমি সাব-রেজিষ্ট্রার ফরিদা ইয়াসমিন, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি প্রমুখ।