মোঃ রুহুল আমিনঃ যথাযথ মর্যাদায় শাহরাস্তিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) ভোর ৬ ঘটিকায় উপজেলা প্রাঙ্গনে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যদের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে।
সহকারি প্রোগ্রামার মোঃ শাহজাহান এর মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ন রশিদ।
দিনের কর্মসূচির শুরুতে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ এর নেতৃত্বে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে এদেশ স্বাধীন ও শত্রুমুক্ত করতে ও একটি লাল সবুজের পতাকা পেতে যে সকল বীর মুক্তিযোদ্ধাগন অকাতরে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ বেদীতে বিনয়াবনত চিত্তে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাবৃন্দ,শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পল্লী বিদ্যুৎ বোর্ডের ডিজিএম মোবারক হোসেন, আনসার বিডিপি,শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম কাজল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন বেলা ৮ ঘটিকায় উপজেলা মাঠে পবিত্র কোরআন মজিদ তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষায় উপস্থিত সকলে দাঁড়িয়ে সন্মান জানান। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সমবেত উপজেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও স্কাউটস দলের কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী (শেফালী), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ এবং শাহরাস্তি মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ শহীদ হোসেন।
বেলা ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধাদের জন্য এক সংবর্ধনা আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে অডিটোরিয়ামে উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদেরকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
দিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে উপস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধ কেবল একটি লড়াই ছিলো না, আপনারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। যে স্বপ্ন নিয়ে আমরা এদেশে স্বাধীন করেছি তার সুফল পেতে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই সকল বিভেদ ভুলে আসুন আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একই সাথে কাজ করি।আর তা করা গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া যাবে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত স্মৃতি চারণ বক্তব্যে তিনজন বীর মুক্তিযুদ্ধা ৫২ বছর পূর্বে সংগঠিত মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করেন। এতে অংশগ্রহন করেন, যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসীন মজুমদার, মান্নান বিএসসি ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানে কয়েকজন ক্যান্সার আক্রান্ত রোগী, কিডনির জটিল রোগ ও হৃদরোগে আক্রান্ত কয়েকজনের হাতে মামনীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চেক হস্তান্তর করেন।
সভায় উপস্থিত বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী (শেফালী) বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আক্ষেপের সূরে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের জন্য তেমন কিছু করা হয়নি, করা হচ্ছেনা। আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে এজন্য কষ্ট পাই। তাই সংবাদকর্মীদেরকে বলবো, আপনারা এবিষয়ে লিখুন।
উক্ত সভা সঞ্চলনা করেন, শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া।