শাহরাস্তি সংবাদদাতাঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ২৯টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ‘এডুকেশন হাইজেনিক ক্রিডস’ বিতরণ করলেন এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে এগারটায় উপজেলার পরিষদের অডিটোরিয়ামে ২৯ টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের হাতে এই ‘এডুকেশন হাইজেনিক ক্রিডস’ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য রাখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার’২০১৯ প্রাপ্ত, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
বর্ণিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার ২৯ এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
উল্লেখ, অতিমারী করোনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ইউনিসেফ ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ‘এডুকেশন হাইজেনিক ক্রিডস’ বিতরণ করা হয়।