নিজস্ব প্রতিনিধিঃ বন্যায় ক্ষতিগ্রস্ত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া এলাকার বিভিন্ন গ্রামে খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে শতাধিক পরিবারের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
৪ সেপ্টেম্বর বিকালে ঘুরে ঘুরে এই উপহার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন, খেলাফত মজলিসের জেলা শাখার সহ সেক্রেটারি মাও কবির আহমদ, শহর সভাপতি সুলতান আহমেদ, শহর সেক্রেটারি মাও রফিকুল ইসলাম, ছাত্র মজলিস চাঁদপুর জেলা সভাপতি সাইফুদ্দিন আহমেদ, সাবেক জেলা সভাপতি হারুনুর রশীদ,শহর সভাপতি আব্দুল্লাহ সিয়াম, সদস্য ইয়াকুব ও শাহরাস্তি উপজেলার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রয়োজনে খেলাফত মজলিস ও ছাত্র মজলিস সুন্দরভাবে দায়িত্ব পালন করে। ভবিষ্যতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূৰ্নবাসনে বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।