হিলশা নিউজ রিপোর্টঃ দীর্ঘদিন যাবৎ ব্রেইন টিউমারে আক্রান্ত চাঁদপুরের শাহরাস্তির ১১নং ওয়ার্ডের ভাটনী খোলার মোঃ বিল্লাল হোসেন। তিনি ঠাকুরবাজারের কাঁচা মালের ব্যবসায়ী হলেও গত ৪ বছর যাবৎ শয্যাশায়ী। তার পরিবারের স্ত্রী ও ২ ছেলের অবস্থানও নাজুক হওয়ায় এখন জীবন বাঁচাতে মানবিক সুধীজনের আর্থিক সহায়তা প্রয়োজন।
২ মার্চ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিল্লালের পক্ষে তার স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামীর চিকিৎসা খরছ মেটাতে ৬/৭ লক্ষ টাকা প্রয়োজন। আমরা গরিব মানুষ কোথায় পাবো এতো টাকা? এখন মানবতার মহামানব মেজর রফিক এমপি,জেলা প্রশাসক,মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট সুধীজন এগিয়ে আসলেই বাঁচতে পারে আমার স্বামী।
এসময় কান্নাজড়িত কন্ঠে বিল্লাল বলেন, আমি বাঁচতে চাই। চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। আমি দেশ-বিদেশে থাকা বিত্তশালী ও দানবীরদের নিকট আর্থিক সহায়তার আবেদন করছি।
এ বিষয়ে শাহরাস্তি পৌরসভার ১১ নং ওয়ার্ডের কমিশনার মোঃ আবুল কাসেম মুন্সি বলেন, আমি নিজেও বিল্লালকে বাঁচাতে নানাভাবে কিছু আর্থিক সহায়তা করার চেষ্টা করেছি। তবে পুরো চিকিৎসার টাকা উঠাতে হলে সমাজের দানবীরদের এগিয়ে আসতে হবে।
যোগাযোগ- মোঃ বিল্লাল হোসেন (বিকাশ নম্বর)-০১৭০৫৩৬৪৭৫০ এবং ০১৮১৩২২৩৪৯১।