প্রেস বিজ্ঞপ্তি: চাঁদপুরের শাহরাস্তিতে কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতার মানোন্নয়ন,সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শাহরাস্তি সাংবাদিক ক্লাব এর যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ) সন্ধ্যায় প্যারাডাইস রেস্টুরেন্টে এক আলোচনা সভা শেষে কমিটি গঠনের মধ্য দিয়ে পেশাজীবী এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কমিটি গঠনের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহরাস্তির মাঠ পর্যায়ের সাংবাদিক মোঃ রুহুল আমিন, মোঃ হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ জসিম উদ্দীন, রাফিউ হাসান হামজা, আহসান হাবিব পাটোয়ারী, সিদ্দিকুর রহমান নয়ন, রিপন মোল্লা, শাহ আলম ভূঁইয়া, জুয়েল শেখ প্রমূখ।
পরে সভায় সর্বসম্মতিক্রমে ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি এক্সপ্রেস এর চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক একাত্তর কন্ঠের বিশেষ প্রতিনিধি মেঃ রুহুল আমিনকে সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর এর সিনিয়র ষ্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক ও দৈনিক বানিজ্য প্রতিদিন এর শাহরাস্তি প্রতিনিধি রাফিউ হাসান হামজা কে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক আলোকিত চাঁদপুর এর শাহরাস্তি প্রতিনিধি মোঃ হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক এর শাহরাস্তি প্রতিনিধি মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক খোলা কাগজ এর শাহরাস্তি প্রতিনিধি আহসান হাবিব পাটোয়ারী, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, প্রচার সম্পাদক রিপন মোল্লা,কার্যনির্বাহী সদস্য শাহ আলম ভূঁইয়া ও ভোরের ডাক এর শাহরাস্তি প্রতিনিধি জুয়েল শেখ।