শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার ৫ হাজার মানুষের মাঝে সিআইপি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান ঈদ উপহার বিতরণ করেছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা আড়াইটায় শাহরাস্তি উপজেলা পরিষদের পাশে অবস্থিত তার বাস ভবনে শাহরাস্তির উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি কামরুজ্জামান মিন্টু।
উক্ত উপহার সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা যথাক্রমে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, সফিউল আলম স্বপন, এফ কাদের বাবু, মাসুদ আলম পাটওয়ারী, শ্রমিক নেতা তাজুল ইসলাম, জাকির হোসেন, ছাত্র নেতা সৌরভ হোসেন সোহরাব সহ প্রমুখ।
এসময় ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন, তার ছোট ভাই হ্যামস গ্রুপের পরিচালক শিল্পপতি হাসান চৌধুরী সহ প্রমুখ।
উল্লেখ্য, জনাব রহমান দীর্ঘ বছর থেকে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকার মানুষের সুখে-দুঃখ সকল ধর্মীয় উৎসব-পার্বণে শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের পাশে দাঁড়ান। তিনি ১/১১ জরুরি সরকার ক্ষমতায় আসীন থাকাকালে শাহরাস্তি-হাজীগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দুর্দিনে তাদের পাশে ছিলেন, ত্রাতার ভূমিকায়।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিআইপি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন না দিয়ে ৪ বারের সংসদ সদস্য ১ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে মনোনয়ন প্রদান করলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে এমপি নির্বাচনে নেতা-কর্মীদের নিয়ে একত্রে কাজ করেন।
লোকমুখে শুনা যায় সিআইপি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান এবছরের শেষে অর্থাৎ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশি হবেন।