শেষ বিকেলের সাঁঝ আকাশটা হালকা মেঘে ঢাকা
মেঘের কোলে হাসছে ঐ ঈদের চাঁদ বাঁকা।
কেউবা দেখছে মিনার চূড়ায়, কেউবা ছাদের কোণে
খোকা দেখছে মায়ের কোলে, কেউবা খবর শোনে।
ইমাম সাহেব ছুটছে পান পুটুলি বেঁধে কোঁচে
পুরাণ ফ্রেমের ভারি চশমা ঘন ঘন মোছে।
ঈদ এলো রে ঈদ এলো রে কোলাহলে মাতে
শিশু-কিশোর ব্যস্ত সবাই মেহেদি রাঙা হাতে।
ঈদের চাঁদে ফোকলা হাসে অর্থ পাচারকারী খান
ব্যাংকের টাকা দুর্নীতি করেও যায়নি তার মান।
রাজনীতির পাতিনেতার মুখে হাসি অতি
ডাগর নেতার তেল মালিশে সে আজ কোটিপতি।
অফিস পাড়ার কর্তা বাবুর চোখে সুখের ঘুম
দুর্নীতি আর ঘুষের টাকায় ঈদ কেনাকাটার ধুম।
ধনীর বাড়ির রংমহলে হাসির রং বাহারি
নতুন জামা জামদানি আর লাল বিলাসী শাড়ি।
ঠেলাচালক রমিজ আলীর বেজায় ঋণের দায়
গোলাপ বানুর ঈদের বায়না কেমনে সে মিটায়?
গরিব শিশুর লাল জামা নেই, নেই কাছে তার কেউ
অশ্রুর বান দমে না তার বাড়ে দুঃখের ঢেউ।
এতিম শিশু সুফিয়ার বুকে শোকের পাথর
গত ঈদে মা ছিল তার ছিল মমতার চাদর।
পথশিশু কাসেম বলে ঈদ বুঝি না হেন
নেশার ঘোরে দিন চলে যায় ভালোই থাকি যেন।
গরিবের টাকা লুটেপুটে বোয়ালের পুঁটি গিলা
বৈষম্যের এই মস্ত পাহাড়।
লেখক পরিচিতি- শাহাদাত হোসেন শান্ত, সদস্য সচিব, চাঁদপুর সাহিত্য একাডেমী।