... বিস্তারিত
শিক্ষামন্ত্রীর সুস্থ্যতা কামনায় রামপুরের বদরখোলায় রেজওয়ানের উদ্যোগে দোয়া
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান এবং কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য শিক্ষামন্ত্রীর বিশ্বোস্ত জাফর ইকবাল মুন্না’র রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেছেন ছাত্র রাজনীতির মডেল, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি, শিক্ষামন্ত্রী ডা. মনি’র একান্ত স্নেহধন্য ও আস্তাশীল নেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবিএম রেজওয়ান।
গত ১৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’আ চাদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা কেন্দ্রীয় জামে মসজিদে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসুল্লীদের অংশ গ্রহনে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনের এই জনপ্রিয় জনপ্রতিনিধিদের দ্রুত সুস্থ্যতা কামনা করে এ দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হাই এবং মিলাদ পরিচারনা করেন উক্ত মসজিদের ইমাম মাওলানা মোঃ ইউনুছ।
দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কুদ্দুছ খলিফা, শাহ পরান তপদার, নাছির বকাউল, কাশেম বেপারী, তাহের হাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লেয়াকত খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল শেখ, যুবলীগ নেতা সুমন হাজী, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর পাটওয়ারী, কামাল মিজি, মোহাম্মদ হোসেন, কামরাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাথিল, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, মুনতাসির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লীগন।