... বিস্তারিত
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্থতা কামনায় পুরাণবাজারের ৩ মন্দিরে প্রার্থনা
অমরেশ দত্ত জয়ঃ করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির সুস্থতা কামনা করে চাঁদপুর শহর পুরাণবাজারের তিনটি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাজার এলাকার শ্রী শ্রী রাম ঠাকুর দোল মন্দির, গৌর নিতাই মহাপ্রভুর মন্দির ও হরিসভা মন্দির কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় অংশ নেওয়া ভক্তবৃন্দ চাঁদপুরের মাটি ও মানুষের উন্নয়নের নেত্রী করনা যোদ্ধা ডাঃ দীপু মনি এমপির দ্রুত সুস্থতা কামনা করেন।
এ ছাড়া মহামারি করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষায় তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
শ্রী রাম ঠাকুর দোল মন্দিরের পুরোহিত কেদারনাথ চক্রবর্তী প্রার্থনা পরিচালনা করেন।
প্রার্থনায় অংশ নেন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাধা গোবিন্দ গোপ,হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী(পিপি), জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বারের সহ সভাপতি তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, রাম ঠাকুর মন্দিরের সভাপতি পরেশ মালাকার, কোষাধ্যক্ষ গনেশ চন্দ্র দে, মন্দিরের সচিব মাধব রায়, সদস্য কানাই পোদ্দার, দুলাল হালদার, নিতাই দাস, লিটন সাহা, ইডেন মজুমদার, মানিক ঘোষ, কাশীনাথ সাহা, উত্তম সাহা প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো বলে জানা যায়। তিনি তার বাসভবনে কোয়ারেন্টিনে আছেন।