অমরেশ দত্ত জয়ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ তুলে ধরলেন এবং তার সেই আদর্শকে আকরে ধরে জীবন সাজাতে সবাইকে তিনি পরামর্শ দিলেন।
১২ আগষ্ট শনিবার কলেজের গান্ধী ভবনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন। কেননা শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা তিনি গভীরভাবে অনুধাবন করতে পেরেছেন। জাতির জনক বঙ্গবন্ধুও সবসময় একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সুন্দর সমাজ বিনির্মাণে বেশি বেশি পড়ালেখা করার পরামর্শ দিয়েছেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াসিন আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া।
এ বিষয়ে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস বলেন, আমাদের কলেজ থেকে এবার ৩শ’ এর অধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা চাই তারা ভালো রেজাল্ট করে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করুক।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় হরুনুর অর রশিদ তালুকদার, আব্দুল হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, ইব্রাহিম খানসহ কলেজ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।