পারভেজ মোশারফঃ ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলায় যাচাই-বাছাইয়ের পর চাঁদপুর জেলা পর্যায়ে ৪টি ইভেন্টে প্রথম সহ মোট ৬টি ইভেন্টে বিজয়ী হয়ে পুরস্কার ও সনদ গ্রহন করেন ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সাফল্যের সংবাদ প্রকাশের পর থেকেই শিক্ষক,বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা সহ বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের এমন সাফল্যের কথা জানতে পেরে ২৪ জানুয়ারী মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রত্যাহিক সমাবেশে অংশ নিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৬জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন এবং ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা’কে সংবর্ধিত করেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা-সদস্য, সমাজসেবক ও প্রবাসী ব্যবসায়ী মাসুদ মিজি মামুন।
খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান-শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় এই সংবর্ধনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ মিজি মামুন বলেন,আমি অল্প কিছুদিন আগেই অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলাম।আমি দাতা সদস্য হওয়ার পরে কোন অনুষ্ঠানে এখনো উপস্থিত হতে পারি নি এবং শিক্ষার্থীদের সাথে পরিচিতও হতে পারি নি।তাই আজকে আমি সকল শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করতে এসেছি এবং পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়ার বরাতে দেখলাম আমাদের স্কুলের কয়েক শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে খুব ভালো করেছেন সে জন্য তাদেরকেও সামান্য উপহারের মাধ্যমে উৎসাহিত করার জন্য এসেছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন,আপনারা সকলে পড়াশুনার প্রতি মনযোগী হবেন। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করবেন কারন শিক্ষকের স্থান বাবা-মায়ের পরে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি আপনারা সামাজিক কাজ,বিভিন্ন শিক্ষামূলক ক্লাব এবং ক্রীড়া সংগঠনে যুক্ত থাকবেন।এতে করে আপনাদের ভবিষ্যৎতের জন্য খুবই ভালো হবে।
এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থীসহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।