স্টাফ রিপোর্টারঃ হাইমচরের শহীদ কুদ্দুস পাটোয়ারীর আর্দশ বুকে ধারন করে দেশ গঠনে শেখ হাসিনার ভেনগার্ড হয়ে কাজ করবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের মুক্তি যোদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল।
তিনি ২১ আগষ্ট ২০০৪ সালে আঃলীগ আয়োজিত সন্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলিয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াভয় গ্রেনেড হামলা করে ২৪ জন নেতাকর্মী তথা চাঁদপুরের কৃতিসন্তান শহীদ কুদ্দুস পাটোয়ারী কে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।
এই শোক সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় এই শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সংসদের উপআইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিসান মাহমুদ, উপত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুর্তজা হায়দার শরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান লিটু, ফারুক হোসেন ভূঁইয়া, এ্যাড. মোঃ আতাউর রহমান পাটওয়ারী, মাইনুদ্দিন আরিফ সুমন, যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান পরান, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ব্যাপারী, শহীদ কুদ্দুস পাটোয়ারীর বড়ভাই হুমায়ন পাটোয়ারী প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন হাইমচরের পরিচালক মাওলানা তাজুল ইসলাম। এর আগে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ কুদ্দুস পাটোয়ারী সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।