স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব মানুষ বলেই এ সরকারের আমলে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। শেখ হাসিনার নেতৃত্বে এই আলোকিত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শুক্রবার বিকালে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আলোকিত বাংলাদেশকে যারা অন্ধকারে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। সেই শক্তির বিরুদ্ধে সকল দেশ প্রেমিক শক্তি,সকল প্রগতিশীল শক্তি,সকল অসাম্প্রদায়িক শক্তিকে এক মঞ্চে আসতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সত্যের সন্ধানে কাজ করে যাবেন আমি এবং আমরা আপনাদের পাশে রয়েছি।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াছির আরাফাত, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক,সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সহ-সভাপতি জেসমিন সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে নবগঠিত পরিষদের সকলে অতিথিদের হাত থেকে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হন এবং সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং সবশেষে সবাই একসাথে ইফতারে অংশ নেন।