মোঃ আরিফুল ইসলামঃ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ মে বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সহ সভাপতি আঃ রশিদ সরদার, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, হারুনর রশীদ সাগর, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগমসহ অন্যরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে ওই বিএনপি নেতার বিচারের দাবি জানিয়েছেন।