সফিকুল ইসলাম রিংকু: মতলব দক্ষিন উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ৯ মার্চ দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর-০২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ থেকে দূরে রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা সরকার উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সরকারকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মুবিন সুজন,মতলব উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,
মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক,মতলব দক্ষিণ থানার এসআই হাবিবুর রহমান, নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাব্বির মজুমদার,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, মতলব পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান,৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল পাটোয়ারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্ল্যাহ।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। ছবিঃ মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন এড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি।