মোঃ আরিফুল ইসলামঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আলোর মিছিল করেছে।
১৪ আগষ্ট সোমবার রাতে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মিছিলটি শুরু হয়ে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী।
বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে উৎখাত করতে নানা ষড়যন্ত্র এ দেশে চলছে। তাই সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র স্থানেই সতর্ক অবস্থানে থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রোটারিয়ান রিপন সাহা, সাধারণ সম্পাদক অ্যাড ভাষ্কর দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা যুবরাজ চন্দ্র দাস,দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর, দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, দৈনিক সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকার, দৈনিক চাঁদপুর প্রতিদিন এর রিপোর্টার অভিজিৎ রায়,খ্রিষ্টান চার্চের পালক রোমিও চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।