স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত শোকদিবসের কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আবেগ আপ্লুত হন।
সুজিত রায় নন্দী বলেন, বিশ্ব শান্তির অগ্রদূত এবং মানবতার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু তাই নয়, এর পাশাপাশি তাঁর ডায়নামিক ও ক্যারিশমেটিক সাহসী নেতৃত্বে তিনি বিশ্বমঞ্চেও আলোচিত নেতা।
সুজিত রায় নন্দী আরও বলেন, শ্রদ্ধা ও ভালোবাসায় প্রত্যেক বাঙ্গালীর হৃদয়ে বঙ্গবন্ধু মিশে আছেন। তার কাছে এই বাঙ্গালী আজিবন ঋণি। তাই বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই বাংলাদেশ। অতএব এই বাংলাদেশকে এগিয়ে নিতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোটি দিয়ে জয়লাভ করিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ সরদার, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, সন্তুস কুমার দাস, মুঞ্জরুল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহআলম, শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট দেবাশীষ কর মধুসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে শোক দিবসের কর্মসূচীর আলোচনা সভা শেষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন নেতৃবৃন্দ।