স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবসে ৩ হাজারেরও বেশি মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ।
১৪ আগষ্ট সোমবার রাতে ওয়ারলেস বাজার এলাকায় আয়োজন সফল করতে নেতাকর্মীদের বৈঠক করতে দেখা যায়।
এ বিষয়ে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর গাজী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেও এদেশের উন্নয়ন অগ্রযাত্রা দাবিয়ে রাখতে পারেনি ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে দেশ এখন বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল। আমরা আগামীকাল জাতীয় শোক দিবসকে ঘিরে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে গরু ও মুরগীর বিরিয়ানী খাবার বিতরণের আয়োজন করেছি। আমাদের এ আয়োজন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সহযেগিতা কামনা করছি।
এসময় চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মারুফ মজুমদার, সাধারণ সম্পাদক এমরান গাজী,সহ-সভাপতি মোঃ সুলতান,সদস্য যুবরাজ চন্দ্র দাস,১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।