মজিবুর রহমানঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামের ফসলী মাঠ থেকে আকতার হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি দল ও থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
স্থানীয় বাসিন্দা মামুন হোসেন জানান, ফসলী মাঠে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে লোকজন এসে পুলিশ খবর দেয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সে পেশায় একজন টাইলসের মিস্ত্রি ছিল। গেল বছর রাজারগাঁও পাঞ্চায়াত বাড়ীতে বিয়ে করেন আকতার। ২১ ফেব্রুয়ারি থেকে স্ত্রীর সাথে বিরোধ চলে আসছে।
স্ত্রী আকলিমা আক্তার জানায়, তার স্বামী তাদের বাড়ীতে যায়নি। সকালে পাশের গ্রামে মৃতদেহ উদ্ধারের খবর পায়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ বলেন,আকতার হোসেন মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।