স্টাফ রিপোর্টারঃ শ্রদ্ধা ও ভালোবাসায় উদীচী চাঁদপুর জেলা সংসদের সহ-সভাপতি প্রয়াত কমরেড মাহমুদ হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট শনিবার বিকালে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই স্মরণ সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সংগীতা ইমাম।
তিনি বলেন, কমরেড মাহমুদ হোসেন ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক। সেটা তার ব্যবহৃত ফেসবুক একাউন্টের নানা স্টেটাস ও জনস্বার্থমূলক পোষ্ট পর্যালোচনা করলেই বুজা যায়। কেননা তিনি সবসময় দেশ ও সমাজের অসংগতি তুলে ধরেছেন এবং এই শোষিত সমাজে সাধারণ মানুষ যাতে তাদের মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে পারে সেই লক্ষ্যেই জীবন সংগ্রাম চালিয়ে গেছেন।
চাঁদপুর জেলা উদীচীর সভাপতি শব্দসৈনিক কৃষ্ণা সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জাকির হোসেন মিয়াজী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,কেন্দ্রীয় উদীচীর সদস্য শংকর শাওজাল, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সংগঠক ও বীর মুক্তিযুদ্ধা অজিত সাহা, চাঁদপুর জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হ্যাপী সাহাসহ অন্যান্যরা।
বক্তারা, কমরেড মাহমুদ হোসেনের জীবনী নিয়ে একটি বই লেখার জন্য লেখকদের প্রতি আলোকপাত করেন।
এসময় দৈনিক কালবেলা ও রাইজিংবিডির চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, দৈনিক সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকার, এস এ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।