মোঃ হোসেন গাজীঃ হাইমচর উপজেলার জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত আহব্বায়ক মনির দেওয়ান ও সদস্য সচিব কালাম ঢালী সহ ১১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি নেতৃবৃন্দ হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ কে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর থানার অফিসার ইনচার্জ আশরাফুল উদ্দিন কে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত আহব্বায়ক মনির দেওয়ান, সদস্য সচিব কালাম ঢালী,
সদস্য নজরুল ইসলাম, বাদশা মৃধা, নেয়ামত উল্লাহ, পারভেজ, বিল্লাল কাজী,হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, আলী আজ্জম পেদা।
এসময় জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন উপজেলা আ’লীগের পক্ষ হইতে আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনারা দলের ও জাতীয় সকল কর্মসূচী সঠিক ভাবে পালন করবে।দলের সকল শৃঙ্খলা মেনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দলের সকল কাজ করে যাবেন।