হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরের ফরিদগন্জ উপজেলাস্থ কড়ৈতলী নিবাসী এক কন্যাদায়গ্রস্থ পিতার হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের সেবক বৃন্দ।
২০ নভেম্বর শনিবার এ অনুদান তুলে দেয়া হয়।
জানা যায়, গত বেশ কিছু দিন আগে এক কন্যা দায়গ্রস্ত পিতার পক্ষ থেকে একটা বার্তা এসে পৌঁছায় শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের সাধারণ সম্পাদক শ্রী দুর্জয় বর্ধন এর কাছে। বার্তাটি ছিলো সেই হতদরিদ্র বাবার মেয়ের বিয়ে প্রসঙ্গে। যার আর্থিক অস্বচ্ছলতার কারনে মেয়ের বিয়ে দিতে পারছেন না এবং বিয়ের তারিখ পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন সেই কন্যাদায়গ্রস্থ পিতা। তার এমন খবর যখন শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের সেবকদের কাছে এসে পৌঁছায় তখন তারা আর্থিক সহায়তা তুলে দেন সেই কন্যা দায়গ্রস্ত পিতার কাছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের সভাপতি শ্রী বিনয় সাহা, সহ-সভাপতি নিত্য গোপাল অধিকারী, সাধারণ সম্পাদক দুর্জয় বর্ধন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রান্ত সাহা, কোষাধ্যক্ষ অমি সাহা (গোপাল), সদস্য সুবল দাস ও নয়ন সাহা প্রমূখ।