রিয়ন দেঃ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ শারদীয় দূর্গোৎসব কমিটির প্রস্তুতি সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সভায় পূর্ব কমিটির কার্যক্রম পর্যালোচনা, নতুন কমিটি ঘোষণা এবং পূজোর বাজেট নির্ধারণ করা হয়েছে।
২৬ আগস্ট শুক্রবার রাতে শিলন্দিয়া বাবুরহাট সড়কের কলেজ সংলগ্ন নান্টু চন্দ্র দে বাড়ীতে এ প্রস্তুতি সভা করা হয়।
সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ শারদীয় দূর্গোৎসব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুন উদীয়মান সাংবাদিক অমরেশ দত্ত জয়।
তিনি বলেন, দূর্গা দেবীর আরাধনা অবশ্যই শাস্ত্র মোতাবেক করতে হবে। পুরো পূজোকে ঘিরে যাতে পূজোর পরিবেশ ঠিক থাকে সেদিকে সকলকে সচেতন হতে হবে। সবাই মিলেমিশে কাজ করলে দেবী দূর্গার এ পূজো আমরা সুন্দরভাবেই সম্পন্ন করতে পারবো।
শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ শারদীয় দূর্গোৎসব কমিটির নবাগত সভাপতি সমরেন্দ্র চন্দ্র দে শারিরীক অসুস্থতায় সভায় উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে সুন্দরভাবে পূজো করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ শারদীয় দূর্গোৎসব কমিটির সহ-সভাপতি ননী গোপালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দে এর সঞ্চালনায় এই প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ শারদীয় দূর্গোৎসব কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র দত্ত,যুগ্ম সম্পাদক অঞ্জন দে, কোষাধ্যক্ষ সঞ্জয় দে,দপ্তর সম্পাদক জয় ঘোষ, প্রচার সম্পাদক রিয়ন দে, সদস্য রাজু শীল, শিবু দে, রনজিৎ রবি দাস, নয়ন রবি দাস, সাগর শীল, ধ্রুব সরকার, মিঠুন সরকার, দেবাঞ্জন দে প্রমূখ।