স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ শারদীয় দূর্গোৎসব কমিটিতে প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন রিয়ন দে। তিনি এবারই প্রথমবারের মতো কোন দূর্গোৎসব কমিটিতে দায়িত্ব পেলেন।
২৬ আগস্ট শুক্রবার রাতে শিলন্দিয়া বাবুরহাট সড়কের কলেজ সংলগ্ন নান্টু চন্দ্র দে বাড়ীতে পূজোর প্রস্তুতি সভায় রিয়ন দে কে সর্বসম্মতিক্রমে এ দায়িত্ব দেওয়া হয়।
জানা যায়, রিয়ন দে বাবুরহাট স্কুল এন্ড কলেজ থেকে এইচ এসসি শেষ করে পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতা পেশায় এগিয়ে যেতে কাজ করছেন। বর্তমানে রিয়ন দে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকাতে স্টাফ রিপোর্টার এবং চাঁদপুরের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘হিলশা নিউজ’-এর চাঁদপুর সদর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও রিয়ন দে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সদস্য হয়ে সমাজসেবায়ও ভূমিকা রাখছেন।
এদিকে ব্যস্তজীবনে নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রীয়ায় রিয়ন দে বলেন, আমার বয়স একেবারেই কম। তবুও চেষ্টা করছি নিজেকে মেলে ধরতে। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি সবার কাছে আশির্বাদ কামনা করছি।