হাইমচর সংবাদদাতাঃ চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিবে হাইমচর উপজেলা আওয়ামী লীগ বলে হুশিয়ারি দিয়েছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব, নুর হোসেন পাটওয়ারী।
গতকাল ৩০মার্চ (বৃহস্পতিবার) হাইমচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই হুশিয়ারিমূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা খন্দকার মোশতাকের উত্তরসূরী কিছু নেতা হাইমচরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপিকে নিয়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তারা বিএনপি জামাত এবং নৌকার বিপক্ষে অবস্থান নেয়া বিদ্রোহী প্রার্থীদের সাথে আতাত করে রাজনীতি করে। শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপিকে নিয়ে বিভিন্ন কুৎসা রটায়। ফেইসবুকে সেলফিবাজীর নামে ডা দীপু মনির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পায়তারা করে।
তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীদের স্থান হাইমচর উপজেলা আওয়ামী লীগে হবে না। তাই হাইমচরের মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিতে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি, উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন প্রধানিয়া, জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এম এ বাশার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটওয়ারী সহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।