নিজস্ব প্রতিনিধিঃ সংবাদ সংগ্রহ শেষে চাঁদপুরের হাজীগঞ্জের সাংবাদিক এসএম মিরাজ মুন্সীর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় মিরাজ দৌড়ে পালিয়ে কোনমতে প্রাণ বাঁচান।
৩ ফেব্রুয়ারী সোমবার বিকালে হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্নে মিরাজের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়।
মিরাজ মুন্সী হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাসিন্দা এবং স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণের সাবেক হাজীগঞ্জ প্রতিনিধি। বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
তিনি জানান, প্রতিদিনকার মতো পেশাগত দায়িত্ব পালনে খেলার সংবাদ সংগ্রহে হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অন্যান্য সাংবাদিকদের সাথেই মিরাজ মুন্সী অবস্থান নেন। খেলার সমাপনীতে পুরুষ্কার বিতরণ শেষে মিরাজ সংবাদ সংগ্রহ শেষে বাড়ী ফেরার পথেই তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে ফুটবলের মতো লাথি ঘুষি মারতে থাকে কয়েকজন কিশোর গ্যাং বয়সী যুবক। এতে মিরাজ কোনমতে দৌড়ে প্রাণে বাঁচে। আমরা সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে দাবী জানাচ্ছি।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিরাজ মুন্সী জানান, আমি আমার সহকর্মীদের সাথেই একটি ফুটবল খেলার সংবাদ সংগ্রহ শেষে বাড়ী ফিরছিলাম। পথেমধ্যে স্কুল গেইটে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন কিশোর গ্যাং যুবক আমাকে মারধর শুরু করে। এরপর আমি আমার অন্যসহকর্মীদের সহায়তায় কোনমতে দৌড়ে পালিয়ে বাঁচি। আমি এখনো অনিশ্চয়তায় রয়েছি কখন কি হয়! আমার স্ত্রীসহ ছোট ছোট ৩টি বাচ্চা রয়েছে। কেনো আমার সাথে এমনটা করলো আমি এর সুষ্ঠু ন্যায় বিচার প্রত্যাশা করছি।
এদিকে সাংবাদিক মিরাজ মুন্সীকে আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছুটে যান এবং গণমাধ্যমকর্মীর ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির জানান সবাই।