মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ৭,৮,৯, নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী ও উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুনু বেগমের বই মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন
উত্তর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী রুনু বেগম ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। প্রতীক বরাদ্ধ বই মার্কা পেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। দিন-রাত ভোটারদের বাড়ি গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
৭, ৮,৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী জানান, রুনু বেগম সৎ এবং যোগ্য প্রার্থী। তিনি অতীতে সুখে-দুঃখে আমাদের পাশে ছিলেন। তাই ৭,৮,৯, নং ওয়ার্ডের উন্নয়নের জন্য তাকেই প্রয়োজন।
সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী রুনু বেগম বলেন- ‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে বেগবান করতে এবং সমবণ্টনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি।’
তিনি বলেন, “আমি সবসময় জণগনের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ্। এজন্যই জনগন আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ রাস্তা ঘাটের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় দু:স্থ্যদের যথাসাধ্য অনুযায়ী সহযোগীতা করবো ইনশাল্লাহ্।
আমার নির্বাচনী এলাকায় বসবাসরত অবহেলিত নারী পুরুষের নানা সমস্যা দূরীকরণে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। সেই সাথে স্থানীয় বেকার তরুণ ও যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করবো।”
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি উত্তর আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।