সুজন দাসঃ বেকার, অসহায় ও পিছিয়ে পড়া সনাতনী যুবকদের অগ্রযাত্রা নিশ্চিত করতে এবং সংগঠন বিমুখ সনাতনী যুবকদের একত্রিত করে রাজপথে নানা দাবী আদায়ে চাঁদপুরে হিন্দু যুবমহাজোটের সুমন ও শ্রীধাম পরিষদ গঠিত হয়েছে।
১ জুলাই শনিবার কেন্দ্রীয় কমিটি কর্তৃক এক পত্রে এই পরিষদের অনুমোদন দেয়া হয়। এতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে এবং সাধারন সম্পাদক রাজেশ নাহা।
তথ্য মতে, ১শ’ ১১ সদস্য বিশিষ্ট হিন্দু যুব মহাজোটের সভাপতির দায়িত্ব পেয়েছেন সুমন চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সদরের বাগাদীর শ্রীধাম চন্দ্র দাস। এছাড়াও এই কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে পরেশ চন্দ্র দাস, সহসভাপতি নিতাই মন্ডল, রতন চন্দ্র দাস, মিঠুন দাস, রনজিত চন্দ্র দাস,যুগ্ম সাধারণ সম্পাদক শাওন চন্দ্র দাস, সংগঠনিক সম্পাদক বিবেকানন্দ পাল বিবেক, প্রচার সম্পাদক রাজীব চন্দ্র সাহাসহ অন্যান্যরা রয়েছেন।