মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার বলেছেন, সবুজায়নে রোটার্যাক্টদের ফলজসহ নানা ধরনের বৃক্ষ রোপন কর্মসূচী সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে করে এই গাছগুলো বড় হলে একদিকে ফলের চাহিদা মিটবে এবং অন্যদিকে গাছের পাতাগুলোর কারনে সবুজায়ন বৃদ্ধি পাবে। আমাকে চাঁদপুরের রোটার্যাক্টদের এমন কর্মসূচীতে আমন্ত্রিত করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যাক্ত করছি।
২ জুলাই রোববার বিকালে শহরের মঠখোলাস্থ সরকারি শিশু পরিবার মাঠ প্রাঙ্গণে চাঁদপুর জোনের আয়োজনে রোটার্যাক্টরা এই কর্মসূচী পালন করেন। কর্মসূচীর স্লোগান ছিলো “ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রান”।
আয়োজকদের পক্ষে পোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টর হাবিবুর রহমান টিটু বলেন, আমাদের ২০২৩-২৪ এর নতুন রোটাবর্ষকে বরণ করে নিতে ডিআরআর শরিফুল ইসলাম অপুর ডাকে সাড়া দিয়ে আমরা চাঁদপুর রোটার্যাক্ট এরিয়ার আয়োজনে এই বৃক্ষরোপন কর্মসূচিটি পালন করলাম। সুন্দর ও সফলভাবে কর্মসূচীটি শেষ করতে পারায় চাঁদপুরের ডিস্ট্রিক্ট অফিসিয়াল এবং চাঁদপুর এরিয়ার ১০ টি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি, সচিব ও সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।