মোঃ হোসেন গাজীঃ কৃষিই সমৃদ্ধি, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন হাইমচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪ মে বুধবার সকালে প্রশিক্ষণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা কৃষি অফিসার মোতাহার হোসেন এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা অতিরিক্ত কৃষি উপ পরিচালক মাসুদ হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দীকি।
সার্বিক সহযোগিতা ছিলেন হাইমচর উপজেলা উপ সহকারী কৃষি অফিসার দেলোয়ার হোসেন (মিন্টু), উপ সহকারী কৃষি অফিসার আশিক দেবনাথ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দীকি তিনি বলেন ফসলি জমির উপরের অংশের মাটি কেটে ইট ভাটায় বিক্রির ফলে জমির উর্বরতা হারার কারনে ফসলের উৎপাদন কমে যায়। অপরিকল্পিত ভাবে বসত বাড়ি নির্মানের ফলে দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে।
সমলয় পদ্ধতিতে ধান চাষে অল্প সময়ে অধিক পরিমান ফলন ফলানো যায়। এতে করে সময় এবং অর্থ দুটিই সাশ্রয় হয়।
এসময় তিনি আরো বলেন, অযথা সময় নষ্ট না করে অনাবাদি কৃষি জমি ও বাড়ির পাশের খালি যায়গায় শাক সবজি ও ফল ফলাদি চাষ করতে পারেন।