হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জের বাড্ডায় স্ত্রীর পক্ষ হয়ে শশুরের সম্পত্তির সুষ্ঠু বন্টন চাওয়ায় প্রতিপক্ষের আক্রোশের স্বীকার হয়েছেন আনোয়ার হোসেন মানিক নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মী। দফায় দফায় হামলা ও হেনস্তার পর এবার তাঁকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
৫ জুলাই বুধবার ‘হিলশা নিউজ’-কে এই ঘটনা অবগত করেন ভুক্তভোগী ওই গণমাধ্যমকর্মী।
আনোয়ার হোসেন মানিক ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার শশুরের সম্পত্তি আত্মসাতের চক্রান্তে মেতেছে তার পরিবারের অন্য ভাইরা। যা বুজতে পেরে আমার স্ত্রী আমাকে জানালে আমি এর সুষ্ঠু বন্টনের দাবী তুলে গণ্যমান্যদের অবগত করি। আর এতেই ক্ষিপ্ত হয়ে আমার চাচা শশুর খোরশেদ আলম পাটওয়ারী,শরিফুল আলম পাটওয়ারী ও নুরে আলম পাটওয়ারী গেলো ঈদের দিন দেশীয় অস্ত্র দিয়ে আমায় হামলা করে। পরে এতেও ক্ষান্ত না হয়ে এখন আমাকে প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে। জীবন রক্ষার্থে নিরাপত্তা চেয়ে আমি থানায় একটি জিডি করেছি।
এ বিষয়ে ওই গণমাধ্যমকর্মীর স্ত্রী তাহমিনা আলম শান্তা ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার বাবা মরহুম মাহবুব আলম পাটওয়ারী একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তাই আমি আশা করি ন্যায় পেতে পুলিশরা অবশ্যই আমাদের পাশে থাকবেন।
এ বিষয়ে প্রতিপক্ষের কেউই গণমাধ্যমে এখনি বক্তব্য দিতে রাজি হননি।