সমির ভট্টাচার্য্য : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, মফস্বল সাংবাদিকরা সরকারের সকল কার্যক্রম লেখনির মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, মতলব প্রেসক্লাবে র ভবনের কাজ স্বল্প সময়ের মধ্যে শুরু হবে। এজন্য আপনারা যারা প্রেসক্লাবের সদস্য রয়েছেন তাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে।
গতকাল ২২ মার্চ বুধবার দুপুরে মতলব প্রেসক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভ,মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দীবাকন্ঠের সম্পাদক শ্যামল চন্দ্র দাস,পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।
এ সময় মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলো’র মতলব প্রতিনিধি অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা শোভন সরকার,লোকমান হোসেন বাবুল, আনোয়ার হোসেন সরকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, কাউন্সিলর পিন্টু সাহা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রেদওয়ান আহমেদ জাকির। গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ। প্রথমে র্যালী আলোচনা সভা পরে অতিথিগন কেক কেটে পালন করা হয়।