মামুন হোসাইনঃ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
১৯ জুন সোমবার বেলা ১১ ঘটিকায় সাংবাদিক হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে দ্রুত বিচার আইনে নিষ্পত্তির দাবি জানান তারা।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহসভাপতি আমান উল্ল্যাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নারায়ন রবিদাস,গাজী মমিন, জাহিদুল ইসলাম,মনির হোসেন,মেহেদী হাসান, মামুন হোসাইন,শামিম হাসান, এফ এ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টুসহ প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। ডিজিটাল আইনের সংশোধন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবি জানিয়ে নেতবৃৃন্দ বলেন দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিস্পত্তির দাবি করেছেন।