সুমন আহমেদ : জামালপুরে ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবেের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, এশিয়ান টিভির মতলব প্রতিনিধি সুমন আহমেদ, সাংবাদিক ,তুহিন ফয়েজ,ইসমাইল খান টিটু, মমিনুল ইসলাম, মোঃ দ্বীন ইসলাম, আমিনুল ইসলাম সিপাহী, শফিক রানা, সাইফুল ইসলাম, তাইজুল ইসলাম সাগর, কামরুল হাসান রাব্বিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনিয়ম দুর্নীতির তথ্য তুলে সংবাদ প্রকাশ করায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবু কর্তৃক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে যে নৃশংস হত্যা করেছে তা একটি ঘৃণ্যতম অপরাধের সামিল। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জড়িতদের দ্রুত ফাঁসি দিতে হবে।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। তাহলে দেশের সাংবাদিক সমাজ হুমকির মুখে পড়বে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তা বাধা হয়ে দাঁড়াবে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের পবিত্র কলম চলবেই। সুতরাং অপরাধীরা সাবধান হয়ে যান।