... বিস্তারিত
সাপ্তাহিক চাঁদপুর কাগজের ১৬ বছরে পদার্পণ
সজল চন্দ্র দাসঃ চাঁদপুর জেলায় সাপ্তাহিক পত্রিকার মধ্যে অন্যতম ‘চাঁদপুর কাগজ’ ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করেছে। ২০০৫ সালের ২৭ নভেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছেন সাংবাদিক মুনাওয়ার কানন। দীর্ঘ এক যুগেরও অধিক সময়ে সাপ্তাহিক চাঁদপুর কাগজের পথ চলায় পাঠক, বিজ্ঞাপন দাতাসহ সকল শ্রেনী পেশার লোকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সম্পাদক ও প্রকাশক। আগামী দিনে পত্রিকাটি যেন জেলাবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারে সেই কামনা করেছেন তিনি। এছাড়াও পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সহকর্মীসহ সুধীবৃন্দ।