মামুন হোসাইনঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, জাতীয় যুব সংহতি ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন (বাবলু শেখ), যুগ্ম আহ্বায়ক মুইন গাজী, সদস্য জিসানসহ প্রমুখ।
শেষে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।