শ্যামল সরকারঃ চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির হোসেন খান তার কর্মস্থল সৌদি আরব চলে যাওয়ার প্রাক্কালে তার প্রতি শুভকামনা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগ।
এ সময় তাকে ও তার প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও প্যানেল মেয়র এ্যাড. হেলাল হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় এই শুভকামনায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ফারুক হোসেন ভুঁইয়া, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সদস্য আবু সায়েম, শুভাশিষ ঘোষ শ্রীগুরু জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাদাত গাজী, ইমান গাজী, তাপষ রায়, মমিনুল ইসলাম উজ্জ্বল, নাছির উদ্দীন নিশান, মাহমুদ সাজ্জাদ হায়দার, রাসেল আহমেদ, আনোয়ার, সাদ্দাম হোসেন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ সাব্বিরের কর্মময় জীবনের সফলতা কামনা করেন ও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে তার হাতে উপহার স্বরুপ নগদ অর্থ তুলে দেওয়া হয়।