মোঃ আরিফুল ইসলামঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ মার্চ সকাল ১৯ টায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এস এম মূসা।
এসময় তিনি বলেন, শুধুমাত্র আইন করে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজের সর্ব স্তরের জনসাধারণ কে সাথে নিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব এবং এটাই করতে হবে। সমাজে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে বয়কট করলে মাদক নিয়ন্ত্রণ হবে। সমাজে মাদক নিয়ন্ত্রণে সব শ্রেনী পেশার মানুষ ভূমিকা রাখতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন।
কর্মশালায় আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসপন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ ইউপি সদস্য, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও সুধী মহল অংশ নেন।