মোঃ হোসেন গাজীঃ হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন ৬নং চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট দান বীর ও সমাজ সেবক, যিনি অসহায় মানুষের পাশে থাকেন মো. সোহেল হাওলাদার।
তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, করোনা মহামারী পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে ছিলেন। সামাজিক ও সেবা মুলক কাজের জন্য এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন। ইতোমধ্যে মানসিক প্রস্ততি ও দলীয় নেতাকর্মীদের মাঝে প্রচারনার প্রস্ততি নিচ্ছেন তিনি।
সরজমিনে গিয়ে জানা যায়, সোহেল হাওলাদার দীর্ঘ ১৭ বছর চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা অগ্রনী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক, সামাজিক এবং মানবিক কার্যক্রমের ফলে চরভৈরবী ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন সোহেল হাওলাদার।
তাই, আধুনিক এবং জনকল্যাণমুখী চরভৈরবী ইউনিয়ন বিনির্মানে ইউপি নির্বাচনে ৬নং চরভৈরবী ইউনিয়ন নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তাকে চেয়ারম্যান পদে দেখতে চান। জনগণের এ আবদার রক্ষার্থে জনাব,সোহেল হাওলাদার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার প্রস্ততি নিচ্ছেন।