স্টাফ রিপোর্টারঃ আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সংযোগ সাম্প্রদায়িক উসকানি ও বিএনপি-জামায়াতের বর্তমান কার্যক্রমের প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর ৭ নং ওয়ার্ড উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
তিনি বক্তব্যে বলেন, এ দেশের পাকিস্তানি পেতাত্মারা শেখ হাসিনাকে বেশ কয়েক বার হত্যার চেষ্টা করেছে। তারা আগুন সন্ত্রাস করে বাসে ট্রাকে আগুন দিয়ে চালক, হেলপারসহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চাঁদপুরসহ সারা দেশে যে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকারের আমলে হয়নি। বিএনপি চাঁদপুরে এমন কোনো উন্নয়ন দেখাতে পারবে না। তাদের দেখানোর মতো আছে শুধু নৃশংসতা, দূর্নীতি আর হাওয়া ভবনে বসে মনোনয়ন সহ সকল বানিজ্য। দেখানোর মতো আছে শুধু গুলি করে মানুষ হত্যা করা। আপনারা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরো বলেন, সারাদেশে যা কিছু উন্নয়ন হয়েছে তা হয়েছে শেখ হাসিনার সময়ে। শেখ হাসিনা যা উন্নয়ন করেছে তা অন্য কোনো সরকার করেনি। আজকে চাঁদপুরে যোগাযোগ ব্যবস্হার ব্যাপক উন্নয়ন হয়েছে। চাঁদপুরের চরাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিয়েছে শেখ হাসিনা। চাঁদপুরের নদী ভাঙ্গা মানুষের জন্য আশ্রয়ন প্রকল্প করা হয়েছে। আমাদের শহরে যে জনজীবনে নাগরিক সেবা প্রাপ্তি সহজতর হয়েছে। বিএনপির নৈরাজ্যের চাঁদপুরের প্রমান হাফানিয়া গ্রাম। সেই গ্রামে তারা যে নির্যাতন চালিয়ে ছিল তা গ্রামবাসি আজো ভুলেনি। তারা ২০১৪/১৫ সালে চাঁদপুরে বাবুরহাট থেকে কুমিল্লা আঞ্চলিক সড়কের সমস্ত গাছ কেটে ফেলে ছিল। এ ধরনের কর্মকাণ্ড করে তারা কি করে জনগনের কাছে যেতে চায়। আমরা বিএনপি জামায়াতের অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াবো।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ গোপের সভাপতিত্বে সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হুসাইন,জেলা যুব মহিলা লীগের সভাপতি ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফারজানা আক্তার রুমা,পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা বেগম,পৌর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শিপ্রা দাস,পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিল মালেক শেখ।
শান্তি সমাবেশ আরো উপস্থিত ছিলেন, জলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সহ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।