মনির হোসেন খানঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর গ্রুপের উদ্যোগে বন্ধু মিলন মেলা ও আনন্দ ভ্রমন উদযাপিত হয়। গত ৯ ই সেপ্টেম্বর শুক্রবার ঢাকার অদূরে গাজীপুর জেলার বঙ্গবন্ধু সাফারি পার্কে এই বন্ধু মিলন মেলাটি অনুষ্ঠিত হয়।
সারা বাংলা ৮৮ এর এডমিন শহিদুল আলম মিঠু, মডারেটর আখতার হামিদ ও চাঁদপুর প্যানেলের প্রস্তাবিত কো অর্ডিনেটর আলমগীর আলম জুয়েলের নির্দেশনায় সারা বাংলা ৮৮ চাঁদপুর এর উক্ত বন্ধু মেলা ও আনন্দ ভ্রমনে অংশ গ্রহন করেন জায়েদুর রহমান জহির, রোমান পাঠান, সৈয়দ আহমেদ, হাবিবুর রহমান, সফিকুর রহমান, ইলিয়াছ,, মনির হোসেন, শাকিল, উত্তম চন্দ্র, পলাশ, মিজানুর রহমান লিটন, বদরুল হক শামিম,গফুর বেপারি, ইকবাল খান, সেলিনা শিমু।
ঢাকার বন্ধুদের মধ্যে এ মেলায় অংশগ্রহন করেন রোকনুজ্জামান কনক, জাহান শরীফ, জাহাঙ্গির আলম, এস,এম মুন্নি, নাছিমা মনি, রুহেনা রহমান, মোবাশ্বেরা,লাবনী আকতার প্রমুখ।

গত ৯ ই সেপ্টেম্বর শুক্রবারের আনন্দ ভ্রমনের সার্বিক তত্বাবধানে ছিলেন চাঁদপুর পৌর মেয়র জুয়েলের অফিস কর্মকর্তা জহির, এবং রোমান ও সৈয়দ। ভোর ছটায় দুটি হায়েস গাড়ী নিয়ে ইলিশ চত্বর হতে গাজীপুরের উদ্দেশ্য যাত্রা শুরু করা হয়।
গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পৌছবার পর আটাশি বন্ধু সাফারি পার্কের ট্যুরিষ্ট পুলিশের ওসি মঞ্জুরের অভ্যর্থনা ও বন্ধু মোস্তাফিজের আতিথীয়তা ছিলো স্মরনীয়। সারা বাংলা ৮৮ বন্ধুরা সকলে সারাদিন ব্যাপি বঙ্গবন্ধু সাফারি পার্কের মিউজিয়াম, ইন্দোনেশিয়ান রঙিন মাছ এবং পার্কের বাঘ, সিংহ নানান জাতের পশু পাঁখি দেখে এবং পার্কের মনোরম পরিবেশে ঘোরাফেরার মধ্য দিয়ে এই আনন্দ ভ্রমনটি দারুন ভাবে উপভোগ করেন।
এই আনন্দ ভ্রমনের বিশেষ আকর্ষনীয় দিক ছিলো এই যে, বন্ধুরা সকলেই সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলার প্রস্তাবিত কো – অর্ডিনেটর গ্রামীন ফোনের চাঁদপুরের পরিবেশক আলমগীর আলম জুয়েলের উপহার দেয়া সারা বাংলা ৮৮ লোগো সমৃদ্ধ সাদা রংয়ের টি শার্ট পড়ে বন্ধু মেলায় উপস্হিত হয়েছিলেন।
যা দেখে মনে হচ্ছিল বঙ্গবন্ধু সাফারি পার্কে যেনো শান্তির দূত এক ঝাঁক সাদা পায়রার মিলন মেলা হচ্ছে। বিকেল বেলা গাজীপুর জেলার সারা বাংলা ৮৮ কো- অর্ডিনেটর মাহাবুব আলম এবং শাহাদাত হোসেনের চাঁদপুরের বন্ধুদের মাঝে উপস্হিতি এই আনন্দ ভ্রমন ও বন্ধু মিলন মেলাকে আরো প্রানবন্ত করে তোলে।
ভ্রমন শেষে সন্ধ্যা বেলায় শিল্পি বন্ধু ফারুক ও আজাদ সমধুর কন্ঠে গান পরিবেশন করেন। পরিশেষে বন্ধুদের মাঝে আটাশিয়ান বন্ধু রফিকের দেয়া গেঞ্জি ও উপহার সামগ্রী বিতরনের মধ্য দিয়ে সারা বাংলা ৮৮ চাঁদপুরের আনন্দ ভ্রমনটি সম্পন্ন হয়।