মনির হোসেন খানঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর চ্যারিটির উদ্যোগে পিছিয়ে পড়া বন্ধুদেরকে সাবলম্বি করনের উদ্দেশ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
২১ শে এপ্রিল শুক্রবার বিকেল চারটায় শহরের প্রান কেন্দ্রে অবস্হিত হাকিম প্লাজার দোকান মালিক সমিতি কার্যালয়ে বন্ধু সাবলম্বি করনের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরন কার্যক্রমটির সূচনা করা হয়। পিছিয়ে পড়া বন্ধু মোঃ মোস্তফার হাতে সেলাই মেশিনটি ও ঈদ সামগ্রী তুলে দেন সারা বাংলা ৮৮ চাঁদপুর চ্যারিটির প্রধান সাংবাদিক মনির হোসেন খান।
উক্ত সেলাই মেশিন বিতরন কার্যক্রমে আরো উপস্হিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো- অর্ডিনেটর চাঁদপুর পৌর কর্মকর্তা জায়েদুর রহমান জহির, জয়েন কো- অর্ডিনেটর মিজানুর রহমান খান লিটন, জয়েন কো- অর্ডিনেটর সফিকুল ইসলাম, প্যানেল সদস্য মনিরুল ইসলাম সহ আরো অনেকে। বন্ধু আমরা আটাঁশি সুখে দুঃখে পাশাপাশি। এই মুল মন্ত্রকে লালন করেই এই সংগঠনটির এগিয়ে চলা।
সারা বাংলা ৮৮ চ্যারিটি ফোরাম সারা দেশ ব্যাপি বন্ধু সাবলম্বি করনের এমন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সেলাই মেশিন বিতরন কার্যক্রমটি পরিচালিত হলো। আগামীতেও তা অব্যাহত থাকবে।